Welcome to OUSPER

Friday, July 3, 2015

Never Get Disappointed

Let me share the story of my brother's life (without his permission, but I don't think he would mind). When he was in class 5, he used to study in a really shitty school in Khulna. So, in order to climb on to the social ladder, as it happens, my parents forced him to take admission tests in two well-known schools in Khulna. In one of the tests, he got 4 out of 100 in math. So, getting admitted in a good school was totally out of question. On the next year, he gave admission test where somehow he could show his 'jalwa' and got into the best school in Khulna which nobody expected that he was capable of even cut the grass of!


Anyway, in his SSC he got 4.50 which is pretty bad given the extent of competition as we all Bangladeshis know. He didn't get chance anywhere. Only one college took an admission test and he came as 7th in the merit list there, it was St. Joseph College. In his HSC, he managed to score the shittiest result that any of our family could ever get, 4.20! Again, he could apply nowhere in Bangladesh. My father even thought of admitting him to a physiotherapy school (with due respect), as he needed to earn money somehow in the future which rather seemed dull at that point.


But my brother gave his IELTS and got into a university in Sweden where my father did not have to pay any tuition fee. Then he graduated in 3 years. Now, he is doing his PhD in South Korea. He has multiple publications and he is not even 24!

My point of this long introduction is, life is too unpredictable and shit happens. Life is uncertain and it's possible to not know what's coming up next. Life is too big and has a lot to offer beyond our imagination. So, please don't think of ending it if it gives you lemon and the world doesn't even offer you the chance to make those into lemonade. Just keep faith and the passion up, you will make it. Just don't end it before it's already time. You're only gonna hurt the ones who love you the most. Even though they don't show it, they love you, they sure do.

It's for the ones like the boy I read about today in the newspaper who committed suicide for not getting GPA 5 in his SSC. Please, it's not worth it. Life gets better, trust me!


Source: Collected
Read more ...

Monday, September 12, 2011

Ground Zero memorial ceremony

NEW YORK, NY - SEPTEMBER 11: Family members of the victims of the September 11 terror attacks stand at the perimeter of the 9/11 Memorial South Pool during the tenth anniversary ceremonies of the September 11, 2001 terrorist attacks at the World Trade Center site, September 11, 2011 in New York City. 

 

New York City and the nation are commemorating the tenth anniversary of the terrorist attacks which resulted in the deaths of nearly 3,000 people after two hijacked planes crashed into the World Trade Center, one into the Pentagon in Arlington, Virginia and one crash landed in Shanksville, Pennsylvania.

Read more ...

Friday, September 9, 2011

ক্যারিয়ার ব্যবস্থাপনা

ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।

চাকুরি সন্ধান কর্মপরিকল্পনার ৬টি ধাপ
১. নিজেকে মূল্যায়ন করা
২. ক্যারিয়ারের লক্ষ্যসমূহ গবেষণা করা
৩. পরিকল্পনা প্রণয়ন করা
৪. নিজ-বিপনী ( Self Marketing ) কৌশল নির্ধারণ করা
৫. চাকুরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করা
৬. বাধাবিপত্তির সাথে খাপ খাইয়ে নিজ পরিকল্পনা বাস্তবায়ন করা 


১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন:

১.আমার মূল্যবোধগুলো কি কি?
২.সিদ্ধান্ত প্রণয়নে কোন বিষয়গুলো আমাকে প্রভাবিত করছে?
৩.এর উদ্দেশ্য কি? ব্যতিক্রমি কিছু করা নাকি কেবল অর্থ উপার্জন ? মনোযোগের কেন্দ্রে থাকার ইচ্ছা নাকি অন্যকে সাহায্য করার ইচ্ছা?
৪.আগামী কয়েক বছরে আমার উদ্দেশ্য ও প্রাধান্যগুলো কি কি? আজ থেকে পাঁচ বছর পর আমার পরিকল্পনা কি?
৫.আমার প্রধান শক্তিগুলো কি?
৬.কি আমার জীবনকে অর্থপূর্ণ করে? আমার উদ্দেশ্য কি?
৭.আমার জীবন দর্শনে কর্মের স্থান কোথায়?


২. নিম্নোক্ত উপায়ে ক্যারিয়ার লক্ষ্যসমূহ গবেষণা করা:

আপনার পছন্দনীয় কাজের ক্ষেত্র নির্ধারণ করুন ।
আপনি কাজ করতে পছন্দ করেন অথবা আপনার কাজের প্রস্তাব রয়েছে এরূপ প্রতিষ্ঠান বিশেষণ করুন।

কাজের ক্ষেত্র নির্ধারণ:
§ কোন ধরনের পণ্য অথবা সেবা এই প্রতিষ্ঠান প্রদান করে থাকে?
§ প্রধান কর্মক ও সম্ভাবনাময় ব্যক্তি কারা?
§ এই খাতের/ শিল্পের কোনো একটি প্রতিষ্ঠানের সাফল্যের প্রধান নিয়ামকগুলো কি কি?
§ ভবিষ্যতে এ খাতে লোক নিয়োগের সম্ভাবনা কতটুকু?
§ কোন ধরনের প্রতিভাকে এ খাত আকর্ষণ ও নিয়োগ করে এবং এ খাতে কোন ধরনের লোক প্রয়োজন?

প্রতিষ্ঠান বিশেষণ:
§ এ খাতের অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে এ প্রতিষ্ঠান আলাদা কেন?
§ এ প্রতিষ্ঠানের সংস্কৃতি, মূল্যবোধ ও প্রাধান্যগুলো কি কি?
§ এ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি (এম. ডি., সি.ই.ও, সি.এফ.ও এবং সি.ও.ও) এবং তাদের লক্ষ্য কি কি?
§ কর্মচারীদের সাথে এ প্রতিষ্ঠানের আচরণ কেমন?
§ প্রতিষ্ঠানের সুনাম রয়েছে কেমন?
§ সেখানে কাজের পরিবেশ কেমন?


৩. পরিকল্পনা প্রণয়ন:

§ আপনার পছন্দনীয় প্রতিষ্ঠান ও ভূমিকায় আপনার অবস্থানের বাস্তবসম্মত বিচার বিশেষণের মাধ্যমে চাকুরির বিকল্পগুলো খুঁজে বের করুন।
§ প্রাধান্য নির্ধারণ করুন এবং তা বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন করুন
§ প্রধান পছন্দনীয় প্রতিষ্ঠানের লোক নিয়োগ সময়ের ভিত্তিতে চাকুরি সন্ধানের সাধারণ সময় নির্ধারণ করুন।


৪. নিজ বিপনী কৌশল প্রণয়ন: ( Self-marketing strategy ) :

§ পণ্য ( Product ) : ভোক্তাকে (সম্ভাব্য নিয়োগকর্তা) দেয়ার মত কোন কোন দক্ষতা ও যোগ্যতা আপনার রয়েছে?
§ মূল্য ( Price ): চাকুরির বাজারে আপনার মূল্য কতখানি? আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কি চাকুরির বাজারে আপনাকে অতি সমাদৃত পণ্যের স্থান দেয়, নাকি আপনার কাংখিত প্রতিষ্ঠানের দরজায় পৌছুতে আপনাকে কিছুটা ছাড় দিয়ে শুরু করতে হবে?
§ বিপণন ( Promotion ) : কোন ধরনের বক্তব্য বা বিষয়বস্তু আপনার পেশাগত দক্ষতাকে তুলে ধরে?
§ পরিবেশন ( Place ): আপনি চাকুরির বাজারে কিভাবে নিজেকে পরিবেশন করবেন? সম্ভাব্য চাকুরিদাতাদের কাছে নিজেকে তুলে ধরার বহুবিধ মাধ্যম ব্যবহার করার কথা বিবেচনা করুন। এর মধ্যে রয়েছে তাত্ক্ষনিক নিয়োগ, চাকুরির বিজ্ঞাপন (পত্রিকা অথবা অনলাইন জব সাইট্ ), চাকুরি মেলা (Job fair) , কোম্পানির ওয়েবসাইট, নিয়োগদাতা কর্মকর্তাদের সাথে এবং চেনাপরিচিতদের মাধ্যমে যোগাযোগ।

অবস্থান তৈরি ( Positioning ): কোন দিক থেকে আপনি অন্যান্য চাকুরিপ্রার্থীদের চেয়ে পৃথক? আপনার দক্ষতা, অতীত ও আগ্রহ কিভাবে আপনাকে পৃথক করে?

জীবনবৃত্তান্ত, কভার লেটার ও যোগাযোগ মাধ্যমই আপনার বিপণন হাতিয়ার

Resumes, cover letters, and your network are your marketing tools.


৫. চাকুরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি:

§ পূর্ব থেকেই উক্ত শিল্প ও এর প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজখবর করুন।
§ আপনি কি চাচ্ছেন কোন বিষয়টি আপনার নিকট গুরুত্বপূর্ণ ও কেন আপনি এ সাক্ষাৎকার দিচ্ছেন তা জানুন।
§ আপনার দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা, মেধা ও শক্তির কতখানি আপনি দিতে পারবেন তা জানুন।
§ আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তা অনুমান করুন।
§ অনুশীলন, সংশোধন ও আরো অনুশীলন করুন।
§ সাক্ষাৎকারে সময়মত উপস্থিত হোন, আগ্রহ ও পেশাগত মনোভাবের পরিচয় দিন।
§ যদি সাক্ষাৎকার গ্রহণকারী পরবর্তী ধাপ ও নিয়োগের সময় সম্পর্কে কোন আলোচনা না করে, তবে তা জিজ্ঞাসা করুন।
§ প্রতিটি সাক্ষাৎকারের পর নিজের পারফরম্যান্স মূল্যায়ন করুন। আপনি কোন কাজটা ভাল করলেন এবং কোন কাজটা ভাল হল না তা বোঝার চেষ্টা করুন।


৬.বাধাবিপত্তির সাথে খাপ খাইয়ে নিজ পরিকল্পনা বাস্তবায়ন

§ আপনার কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হবার সাথে সাথে মধ্যবর্তী সংশোধন এবং ফলাফল আরও ভাল করার জন্য পূর্বপদক্ষেপ মূল্যায়ন করুন।
নিম্নোক্ত প্রশ্নাবলী জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করুন।
§ কোন কাজটি ভাল হচ্ছে এবং কোনটি হচ্ছে না?
§ কোথায় আমাকে উন্নতি করতে হবে?
§ কোন ধরনের সাহায্য বা পরামর্শ আমার প্রয়োজন?
§ সাহায্য, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য আমি কোথায় যাব?
§ আমার কর্মসম্পাদনে কোথায় গলদ রয়েছে যা সংশোধন করা প্রয়োজন?
§ আমার অবস্থানের উন্নয়নে কিভাবে আমি মোটিভেশন ধরে রাখতে পারব?




Best wishes to you
from
OUSPER.COM Team
 
Read more ...

সাক্ষাত্কার প্রস্তুতি

নিজেকে প্রস্তুত করুন
§ বেশী করে প্রস্তুতি নিন।
§ আপনার স্বপ্নের চাকুরী পাওয়া এত সহজ নয়। তাই চাকুরীর সাক্ষাত্কার বা লিখিত পরীক্ষার পূর্বে যতটা সম্ভব গ্রহণ করতে হবে।
§ মনে রাখবেন বাছাই প্রক্রিয়ার অপর নাম বাদ দেয়া।

§ সাক্ষাত্কার সময়সূচী জানার সাথে সাথে এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করুন।
§ চাকুরী সম্পর্কিত তথ্য রাখার জন্য ব্যক্তিগত ফোল্ডার তৈরী করুন।
§ শিক্ষাগত যোগ্যতার মূলকপি সমূহ
§ কাজের নমুনাসমূহ
§ নিয়োগদাতাকে যে তথ্য দিয়েছেন তার কপি, আপনার আবেদনপত্র (কাভার লেটার/ Cover Letter) এবং জীবনবৃত্তান্তে আপনি কি লিখেছেন তা মনে রাখা। 

আপনার বেতনভাতা সুবিধাদি কি হবে সে সম্পর্কেও চিন্তাভাবনা শুরু করতে হবে। বেতনাদির উপাদানগুলো সম্পর্কে জানতে হবে, যা নিয়ে আলোচনা করা হবে। দৃশ্যমান ও অদৃশ্যমান বিষয়গুলো কি কি? আপনার বেতন প্যাকেজে কোন বিষয়টি অবশ্যই থাকতে হবে? ন্যূনতম বেতনের পরিমান এবং আপনার সম্ভাব্য চাকুরীদাতা ও আপনার উভয়ের স্বার্থ রক্ষা করা যায় তা চিন্তা করুন।

চাকুরীর সাক্ষাত্কারের মুখোমুখি হওয়া ;
§ সাক্ষাত্কার চাকুরীর বাজারে নিজেকে বিক্রির এবং উক্ত প্রতিষ্ঠান ও তাদের কর্মচারীদের সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
§ সকল সাক্ষাত্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল যথাযথ প্রস্তুতি ও ভাল শ্রবণ ক্ষমতা।
§ সাক্ষাত্কারের প্রধান উদ্দেশ্য হল যথাযথ দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন সঠিক ব্যক্তিকে বাছাই করা।
§ চাকুরীর সাক্ষাত্কারের মুখোমুখি হওয়া।

§ যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সে সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করুন।
§ প্রশ্নোত্তর প্রদানের চর্চা করুন।
§ শব্দের ব্যাপারে বেশী মনোযোগী না হয়ে বরং আপনি উত্তরে কি বলবেন সে সম্পর্কে চিন্তা ও ধারণা তৈরী করুন। আপনি তাদের কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তা প্রস্তুত করুন।
§ একটি লক্ষ্য স্থির করা, যথা: চাকুরীর প্রস্তাব পাওয়া এবং আপনি ওই কোম্পানীতে/ প্রতিষ্ঠানে চাকুরী করবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐ প্রতিষ্ঠান ও তাদের কর্মচারীদের সম্পর্কে জানুন।

সাক্ষাত্কারের প্রকারভেদ:
§ প্যানেল/ বোর্ড সাক্ষাত্কার
§ একজন করে নেয়া সাক্ষাত্কার
§ প্রত্যুত্পন্ন সাক্ষাত্কার/ Sudden Interview
§ দ্বিতীয় সাক্ষাত্কার বা পরবর্তী সাক্ষাত্কার
§ নৈশ ভোজ সাক্ষাত্কার/ Diner Interview
§ টেলিফোন/ ভিডিও কনফারেন্স সাক্ষাত্কার
§ গ্রুপ/ দলগত সাক্ষাত্কার
§ কাজের নমুনা সাক্ষাত্কার
§ জোড়া দল সাক্ষাত্কার
§ মানসিক চাপ/ আচরণ সম্পর্কিত সাক্ষাত্কার

চাকুরীর সাক্ষাত্কারের মুখোমুখি হওয়া
§ মজা করে বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাক্ষাত্কার দিন বা গ্রহণ করুন এবং অনুশীলন ও মূল্যায়নের জন্য ভিডিওটেপের মাধ্যমে ধারণ করে রাখুন।
§ সাক্ষাত্কার পর্বে আপনার প্রশ্ন জিজ্ঞাসার সময় আসবে সে সময়ের জন্য অন্তত তিনটি প্রশ্ন প্রস্তুত করে রাখুন।

ফিডব্যাক
§ আপনার চাকুরী খোঁজার (অগ্রগতির) সাথে সাথে ফলাফল ভাল করতে ও মধ্যবর্তী সংশোধনীর জন্য যখনই সম্ভব পূর্বের কাজ মূল্যায়ন করতে হবে। চাকুরী বিষয়ে পরামর্শদাতা, বয়োজ্যেষ্ঠ যারা আপনার জীবনবৃত্তান্ত পর্যালোচনা করেছে, যারা আপনার চাকুরীর সাক্ষাত্কার গ্রহণ করেছে এমন ব্যক্তিদের নিকট থেকে প্রতিক্রিয়া জানুন।
§ আপনার পদ্ধতি উন্নয়নে এদের নিকট থেকে গঠনমূলক মতামতকে কাজে লাগান। 

শেষ কিন্তু ম্যূল্যহীন নয়
§ আশা হারাবেন না।
§ লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা অব্যাহত রাখতে এবং নিজে উত্ফুল্ল থাকতে পরিবার ও বন্ধুবান্ধবদের সহায়তা নিন।
§ মানসিক চাপে থেকে মানুষ চাকুরীর সাক্ষাত্কারে ভাল ফলাফল করতে পারে না।
§ নিজেকে স্বল্প মেয়াদী যে কোন কাজে ব্যস্ত রাখতে চেষ্টা করুন -তা বৈতনিক বা অবৈতনিক যাই হোক না কেন।
Read more ...

সাম্প্রতিক চাকুরী বাজার এবং এর বাস্তবতা

বাংলাদেশের চাকুরীর বাজার: সাম্প্রতিক অবস্থা
* চাকুরী বাজার এর প্রকৃতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন নতুন চাকুরীর ক্ষেত্র তৈরী হচ্ছে।
* সেবা খাতের চাকুরীর বাজার খুব দ্রুত বাড়ছে (যেমন: টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, স্বাস্থ্য প্রভৃতি) । সেই সাথে বেতনও খুব দ্রুত বাড়ছে।
* প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কর্মস্থলের অবস্থানগত (local presence) গুরুত্ব হ্রাস পাচ্ছে।
* স্থায়ী চাকুরীর (Permanent Job) সংখ্যা কমে যাচ্ছে . চাকুরীদাতা এবং চাকুরীপ্রার্থী উভয়ের সামনেই এখন অনেক পথ খোলা।
* বৃহ প্রতিষ্ঠানের তুলনায় ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠানে (SME) চাকুরীর সুযোগ বেশী সৃষ্টি হয়েছে।
* চাকুরীজীবিরা এখন এক খাত (Industry / Sector) থেকে অন্য খাতে চাকুরীর পরিবর্তন করছে।
* চাকুরী দাতারা এখন চাকুরীপ্রার্থী কতটুকু মূল্যের (Value) সেবা প্রদানে সক্ষম তার উপর ভিত্তি করে তার বেতন নির্ধারন করছে।

বর্তমানে চাকুরীর বাজারে ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশী প্রাধান্য দেয়া হচ্ছে
* ক্রেতা সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া হচ্ছে, কারন ক্রমবর্ধমান প্রতিযোগিতার ফলে ক্রেতাদের সামনে এখন বাছাই করার অনেক সুযোগ রয়েছে।
* নতুন নতুন যে দক্ষতাগুলো প্রয়োজন:
১. যোগাযোগের দক্ষতা ( Communication Skill )
২. ভাষাগত দক্ষতা ( Language Skill)
৩. তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ( IT / Computer Skill)
৪. পারষ্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা (Interpersonal Skill)

চাকুরীক্ষেত্রে পুরষ্কৃত হওয়ার জন্য প্রয়োজনীয় গুনাবলী ও দক্ষতা:
* পেশাদারিত্ব (Professionalism)
* নতুন নতুন ব্যবসায়ের ক্ষেত্র উদ্ভাবন ( New Business Development & Innovation Skills )
* উত্সাহ প্রদান দক্ষতা ( Motivation Skills )
* নিজের কাজের উপর সুষ্পষ্ট জ্ঞান (In-depth knowledge on own work area )
* নিজের কাজের দক্ষতা উন্নয়নের আগ্রহ ( Eagerness for self development )
 
বাস্তবতা
দেশে হাজার হাজার মানুষ বেকার থাকা সত্বে ও চাকুরী দাতারা দক্ষ কর্মী পাচ্ছেন না।

সুযোগ
চাকুরী পাওয়ার আগে দক্ষতা বাড়ান ।
Read more ...

ক্যারিয়ার ভাবনা

এইচএসসি ফল প্রকাশ
ক্যারিয়ার নিয়ে ভাবনার উপযুক্ত সময় এখনই
আমার এক পরিচিত ব্যাংকারের কথা বলি। একানব্বই সাল। তখন, আজকের এই জিপিএ সিস্টেম ছিল না। ভদ্রলোক মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞানবিভাগে মেধাতালিকায় উত্তীর্ণ হলেন। বাসার সবাই খুশি। মা ভেবে রাখলেন ছেলেকে ডাক্তারী পড়াবেন। আর বাবা চায় ইন্জিনিয়ার অথবা তার মতই বিসিএস অফিসার। গোল বাধলো ছেলেকে নিয়ে। ছেলে যে কি চায়, সে নিজেই নিশ্চিত নয়। তবে হ্যাঁ, ছেলের ক্যাডেট কলেজের কয়েক বন্ধু ঠিক করলো, তারা ‘মেরিন’এ পড়বে। আর এর মধ্যে যে পালের গোদা তার যুক্তিও ছিল অকাট্য - মোটা মাইনের চাকরি, বিনা পয়সায় দেশ-বিদেশ ঘুরতে পারা, বাজার করার ঝামেলা নেই, বাড়তি কোন খরচও নেই, দৈনন্দিন জীবনের ফাইফরমাইশ থেকেও মুক্তি পাওয়া যাবে। আর কি চাই! যেহেতু, মেরিন একাডেমীতে ক্যাডেট ভর্তি পরীক্ষা অন্যান্য সকল পরীক্ষার আগেই হয়ে যায়, ভদ্রলোক মেডিক্যাল, বুয়েট অথবা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দেয়ার কোন সুযোগই পেলেন না। যথারীতি লিখিত পরীক্ষায় পাশের পরে মৌখিক আর মেডিক্যাল টেস্টের জন্য ডাক পেলেন। মৌখিক পরীক্ষা ভালই হলো। মেডিক্যাল টেস্ট নিয়ে কিছুটা টেনশন- কেননা উনি তখনই চশমা ব্যবহার করতেন । আর মেরিন-এ চোখের পাওয়ার পারফেক্ট হওয়া চাই। তবে, উনি যেহেতু, ‘প্রকৌশল’ বিভাগের জন্য নির্বাচিত হয়েছেন; কাজেই চশমার সামান্য পাওয়ার তার জন্য কোন বাধা হয়ে দাঁড়ালো না। ফাইনাল রেজাল্ট বের হলো। সিলেক্টেড । ছেলে খুব খুশি। মা পড়লেন বেজায় দোটানায় - এমন ‘প্রফেশন’ যার নাম শুনেছেন কিন্তু প্রফেশনাল কারোর সাথে মা’র কোন পরিচয় নেই। আর এদিকে, ক্যাডেট কলেজের যে বন্ধুর পরামর্শে অনুপ্রানিত হয়ে ভদ্রলোক তার ‘ক্যারিয়ার ডিসিশন’ নিয়েছেন, সে কিন্তু মৌখিক পরীক্ষার দিন অনুপস্থিত ছিল - কেননা ঐ একই দিনে তার ছিল আর্মি এডমিশন টেস্ট - আইএসএসবি।
যাহোক, ভদ্রলোকের মা’র কথায় আসি। নিজের ছেলে বলে কথা! অনেক কাঠ-খড় পুড়িয়ে উনি তাঁর কলেজের ( মা ছিলেন সরকারী কলেজের শিক্ষয়িত্রী ) এক সহকর্মীর বাসার ঠিকানা যোগাড় করলেন। তাঁর সেই সহকর্মীর বড় ছেলে জাহাজের চীফ ইন্জিনিয়ার - এই মুর্হূতে সমুদ্রে। তাতে কি? তর সইছে না। উনি সেই চীফ ইন্জিনিয়ারের মা’র সাথে কথা বললেন। ঐ মার কাছ থেকে আরেক ক্যাপ্টেনের বাসার ঠিকানা নিলেন। প্রফেশন’টা সম্পর্কে জানার জন্য। সবাই প্রায় একই পরামর্শ দিলেন - যদিও ‘মেরিন’ প্রফেশনটা একটু একঘেঁয়ে বা মোনোটনাস, কিন্তু অনেক দেশ দেখা যায়, মাইনেটাও ভাল । আর যেহেতু, ক্যাডেট কলেজের ছাত্র, সে খাপ খাওয়াতে পারবে। ভদ্রলোকের মা নিজেকে বোঝালেন এবং ছেলের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলেন।
এরপরের ঘটনাও খুব সহজ। দুই বছর একাডেমীতে পড়ার পর; ভদ্রলোক যথারীতি জাহাজে যোগ দিলেন। একবছর চাকরী - বন্দরে বন্দরে। জাহাজের বদ্ধ জীবন, নাবিককে অধৈর্য্য করে তুললো। উনি একটা জিআরই (GRE) বই কিনেছিলেন। ঐ বই থেকেই ইংরেজী ভকেবুলারী পড়তেন, ইনজিন রুমে। একটা ছোট নোটবুক ভরে ফেলেছিলেন নতুন শব্দ টুকে। নভেম্বর মাসে ছুটিতে বাড়ী এলেন। ডিসেম্বর মাসে আইবিএ-তে এমবিএ ভর্তি পরীক্ষা। এমবিএ কমপ্লিট করে আজ উনি ব্যাংকার। এখনও উনি যত্ন করে রেখে দিয়েছেন তার সেই তেল-মবিল মাখা ছোট নোটবুকটা।
আমাদের দেশে এরকম উদাহরন ভুরি ভুরি - যারা জীবনের মাঝপথে এসে ক্যারিয়ারের গতিপথ পরিবর্তন করেছেন। এমবিবিএস বা ইন্জিনিয়ারিং পাশ করে বিসিএস পুলিশ বা এডমিনিস্ট্রেশন (মেজিস্ট্রেট) ক্যাডারে যোগ দিচ্ছেন। আবার সাধারন বিষয় নিয়ে পড়াশুনা করার পরে, আইটি সেক্টরে ঢুকছেন। আমি বলছি না যে, এক্ষেত্রে তাঁর পড়াশুনা বৃথা যাচ্ছে। কেননা, জীবনের কোন পড়াশুনা বা অভিজ্ঞতাই বৃথা যাবার নয়। তবে, আমাদের প্রতিটি মানুষের জীবনই খুব স্বল্প সময়ের জন্য। আর তাই জীবনের লক্ষ্য স্থির করা এবং কম দরকারি ব্যাপারগুলি সময় থাকতেই ঝেড়ে ফেলা অতিব গুরুত্বপূর্ণ।
আমাদের দেশে পড়াশুনা শেষ করে নিজের পছন্দ আর যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ অতি সীমিত; কাজেই ব্যক্তিগত পছন্দের সাথে কতগুলি বিষয়কে বিবেচনায় আনাটা অতি জরুরী। আর যেহেতু এইচএসসি’র পরেই একজন পরিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিষয় নির্বাচন করে থাকে, কাজেই বিষয়গুলি নিয়ে চিন্তা করার সময় এখনই। আমাদের দেশে একজন শিক্ষার্থীর ভবিষ্যত কর্মপন্থার অনেকটাই নির্ভর করে তার বাবা-মা অথবা অপরাপর কোন অভিভাবকের সিদ্ধান্তের অথবা পছন্দের উপর। কাজেই, এইচএসসি’র পরের আজকের এই গ্রাউন্ডওয়ার্ক শিক্ষার্থী আর অভিভাবক যদি মিলিত প্রয়াসে করতে পারে, তবে তা হবে অধিকতর ফলদায়ক।
উচ্চতর পড়াশুনায় ভর্তি হবার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে বিষয়গুলি বিবেচনায় আনা দরকার তাহলো - # শিক্ষার্থীর মেধা, # বিষয় বা সাবজেক্টের প্রতি ব্যক্তিগত ঝোঁক, # বিষয় বা সাবজেক্টের প্রায়োগিক প্রয়োগ, # বিষয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ( Admission ) অনিশ্চয়তা # পড়াশুনা চালিয়ে যাবার আর্থিক সামর্থ্য, # বর্তমান এবং ভবিষ্যত কর্মেক্ষেত্র বিষয়ভিত্তিক চাকুরী প্রাপ্তির সম্ভাবনা । এগুলির সাথে আরো একটি ব্যাপারকে বিবেচনায় আনাটা জরুরী বলে আমি মনে করি। সেটা হলো বিদেশে চাকুরী করার অথবা সেটেল্ড করার
মানসিকতা এবং তদানুযায়ী বিষয় নির্বাচন।
মেধাবী শিক্ষার্থীর প্রাথমিক সমস্যা ‘বিষয়’ নির্বাচন - যেটা আমরা লেখার শুরুতে দেখলাম। যেহেতু তার ক্ষেত্রে বিষয় অনুযায়ী ভর্তি হওয়াটা তেমন কোন সমস্যা হয় না; অনেকগুলি বিষয়ে এবং অনেকগুলি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে তারা দোটনায় ভোগে। স্থির করতে পারে না কোন বিষয়টিকে তার প্রাধান্য দেয়া উচিত। এক্ষেত্রে, শিক্ষার্থীর প্রয়োজন নিজের ‘ইচ্ছা’র সাথে ভবিষ্যত চাকুরীকে বিবেচনায় আনা। আজকের বিষয় নির্বাচন ভবিষ্যতে আমাকে যে ধরনের চাকুরীর সুযোগ করে দিতে পারে, তার সম্পর্কে কিছুটা জেনে রাখা ভাল। যারা ঐ ধরনের চাকুরীতে নিয়োজিত তাদের সাথে আলোচনা করা যেতে পারে। রিলেটেড চাকুরীজীবির সাথে আলোচনা করলে, সহজেই সংশ্লিষ্ট চাকুরীরতে কাজের ধরন, প্রয়োজনীয় দক্ষতা, কাজের পরিধি সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। আমি ‘অংক’-এ ভাল এবং ভাল নম্বরও পেয়েছি; কিন্তু, গাদা গাদা যোগ, বিয়োগ করতে আমার অস্হির লাগে। তাহলেতো আমার ‘হিসাববিজ্ঞানে’ ( Accounting ) ভর্তি না হওয়াটাই শ্রেয়। কেননা, যেকোন প্রতিষ্ঠানের একাউন্টেন্ট হলে তো আমাকে সেই হিসাবই করতে হবে প্রাথমিক পর্যায়ে। আমি অংকে যেমন ভাল, আমার স্মৃতিশক্তি মন্দ নয় এবং আমি মানুষের সাথে মিশতেও পছন্দ করি - তাহলেতো আমি একজন দক্ষ ব্যাংকার হতে পারি! আবার, আমার রেজাল্ট খুব আহামরি কিছু না হলেও, আমার স্মরণশক্তি ভাল এবং আমি কিছুটা মিশুক প্রকৃতির। এরকম ক্ষেত্রে ‘কাস্টমার সার্ভিস’, ‘পাবলিক রিলেশন’-এর কাজ আমার জন্য উপযুক্ত হতে পারে। এভাবেই প্রায়োগিক পদ্ধতিতে নিজেকে স্থাপন করতে হবে ভবিষ্যতের কর্মেক্ষত্রে । এবং সে অনুযায়ী বিষয় নির্বাচন করাটা জরুরী।
অনেক ক্ষেত্রে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা যে বিষয়টিকে জানতে বা পড়তে পছন্দ করে সেটাকেই ক্যারিয়ারের জন্য বেছে নেয়। শিক্ষাজীবন শেষে তার ক্যারিয়ারের সুযোগ সীমিত হয়ে পড়ে। কেননা, সেই বিষয়ের ব্যাবহারিক প্রয়োগ সীমিত। মনে রাখতে হবে, আমাদের দেশের চাকুরীর বাজার অত্যন্ত সীমিত। আর্থিক সার্মথ্য সীমিত হলে, বিষয় নির্বাচনের ব্যাপারে সর্তক হওয়া প্রয়োজন। আমার দেশ-বিদেশের ইতিহাস পড়তে ভাল লাগে। কিন্তু, আমাদের দেশে কি ‘ইতিহাস’ বিষয়ে গবেষণা করার যথেষ্ট সুযোগ আছে? উত্তর হলো ‘না’। কাজেই, যে শিক্ষার্থী অনার্স এবং মাস্টার্স ইতিহাস নিয়ে পড়াশুনা করলো, পাশ করে বের হবার পরে বিশ্ববিদ্যালয় বা কোন কলেজের অধ্যাপকের চাকুরী না পেলে তাকে অন্যকোন ‘জেনারেল’ লাইনে যেতে হবে। এক্ষেত্রে তার চার বা পাঁচ বছরের পড়াশুনাটা, চাকুরী ক্ষেত্রে তেমন কোন কাজেই আসবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম আরও কিছু উদাহরণ দেয়া যেতে পারে - বাংলা, ভাষাতত্ত ¡ , দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, আর্কিওলজি, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস প্রভৃতি। আর্থিক সার্মথ্যকে সমন্বয় করে এইসব সাবজেক্ট সিলেক্ট করাটা শিক্ষার্থীর জন্য জরুরী। আমি অবশ্যই এই সাবজেক্ট পছন্দের ব্যাপারে কোন নেতিবাচক মূল্যায়ণ করছি না। কিন্তু, কেউ যদি গবেষণাকর্ম আর অধ্যাপণার বাইরে ব্যাবহারিক অথবা ফলিত বিষয়ে নিজের ক্যারিয়ার তৈরী করতে চায়, তাহলে তাকে সে অনুযায়ী বিষয় নির্বাচন করতে হবে।
আমাদের দেশের বেশীরভাগ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিকট উচ্চমাধ্যমিকের পরে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারী কলেজ এখনও প্রথম পছন্দ। কাজেই ভর্তিযুদ্ধে বেশীরভাগ শিক্ষার্থীর টার্গেট থাকে নিজের পছন্দের বিষয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থান করে নেওয়া। কিন্তু আসন সংখ্যা অত্যন্ত সীমিত হবার কারনে অনেক শিক্ষার্থীই তার পছন্দমত সাবজেক্টে ভর্তি হতে পারে না । ফলে, ইয়ার লস দিয়ে তারা সাবজেক্ট এবং প্রতিষ্ঠান পরিবর্তনে সচেষ্ট হয়। কাজেই, ভর্তির ব্যাপারে এই বিষয়টিকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। মনে রাখা দরকার যে, সীমিত সুযোগের এই দেশে শিক্ষার্থীর মানসিক দৃঢ়তা, নিজের মেধাগত অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা আর ভবিষ্যতকে দেখতে পারার মতাই কেবল এই বহুমুখী টানপোড়েনের অবস্থা থেকে সুন্দরভাবে উত্তরণে সহায়ক হতে পারে।
যেসব শিক্ষার্থীর আর্থিক সার্মথ্য সীমিত এবং কর্মেক্ষত্রে দ্রত প্রবেশ করাটা জরুরী, তাদেরকে বিষয় নির্বাচন করতে হবে সতর্কতার সাথে। এক্ষেত্রে প্রথমেই আসে ‘আইএসএসবি’ এবং ‘মেরিন একাডেমী’। সংবাদপত্রে সার্কুলারের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলি ভর্তিপরীক্ষা নিয়ে থাকে । ‘আইএসএসবি’র মাধ্যমে দেশের ৩টি সশস্ত্র বাহিনীতে অফিসার নিয়োগ করে। অপরদিকে মেরিনে আছে দুইটি বিভাগ - ‘ইন্জিনিয়ারিং’ আর ‘নটিক্যাল’। প্রথমটি তৈরী করে জাহাজের চিফ ইন্জিনিয়ার বা প্রধান প্রকৌশলী আর পরেরটি তৈরী করে ক্যাপ্টেন। তবে মনে রাখা দরকার এই চাকুরীগুলি আর দশটা সাধারণ প্রফেশনের মতো নয়।
বর্তমান যুগ বানিজ্যের যুগ। আর বানিজ্য যতদিন থাকবে, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং প্রভৃতি বিষয়ের চাহিদা উত্তোরত্তর বৃদ্ধি পেতে থাকবে। যারা বিভিন্ন বানিজ্যিক, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে আগ্রহী অথবা কিছুদিন চাকুরী করে নিজেই কোন বানিজ্যিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা হবার স্বপ্ন দেখে; তারা এই বিষয়গুলি বিবেচনায় আনতে পারে। বিশ্ববিদ্যালয় বা কলেজে সেশনজ্যাম না থাকলে, এই বিষয়ে অনার্স বা মাস্টার্স করেও মোটামুটি দ্রুত একটি চাকুরী পাওয়া যেতে পারে।
আমাদের দেশে বিসিএস-এর চাকুরীর মর্যাদা এখনও মানুষের মনে অনেক উপরে। অনেক শিক্ষার্থীই ভবিষ্যতে নিজেকে বিসিএস অফিসার হিসাবে দেখতে পছন্দ করে। যাদের টার্গেট বিসিএস, পাবলিক সার্ভিস কমিশনসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরী তারা বিসিএসভুক্ত সাধারণ কোন বিষয় উচ্চশিক্ষার জন্য বেছে নিতে পারে। এক্ষেত্রে, সাবজেক্টিভের তুলনায় অবজেক্টিভ বিষয় নির্বাচন বুদ্ধিমানের কাজ হতে পারে। কেননা, এইসব সাবজেক্টের পরীক্ষায় নন্বর বেশী তোলা যায়। এরমধ্যে অনেক বিষয়ই বিসিএস-এর বাইরেও শিক্ষকতা অথবা উন্নয়নমূলক অথবা গবেষণাধর্মী প্রতিষ্ঠানে কাজে আসতে পারে যেমন - ইংরেজী, বাংলা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, গনিত, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, ভূগোল, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান। এক্ষেত্রে একটি ব্যাপার উল্লেখ করা দরকার যে, সভ্যতা আর বানিজ্যের প্রসারের সাথে সাথে ‘ইংরেজী’র প্রয়োজনীয়তা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে । বাংলাদেশও এই প্রবণতার বাইরে নয়। দেশে ভাল ইংরেজী জানা একজন শিক্ষকের প্রয়োজনীয়তা যে কতটুকু তা পাবলিক পরীক্ষাগুলিতে ‘ইংরেজী’ বিষয়ে ফলাফল থেকেই সহজে উপলব্ধি করা যায়।
একটা সময় ছিল, যখন মা-বাবারা তাঁদের মেধাবী সন্তানকে ভবিষ্যতে ‘ডাক্তার’ অথবা ‘ইন্জিনিয়ার’ হিসাবে দেখতে পছন্দ করতেন। ব্যবসা-বানিজ্যের প্রসারে কি এইদুটি বিষয়ের মূল্যায়ণ কমে গিয়েছে? উত্তর হলো মোটেও না। তবে, ইন্জিনিয়ারিং-এর বেশ কিছু নতুন শাখার বিস্তার হয়েছে এবং একটির তুলনায় আরেকটি শাখার ( Department ) গুরুত্বের তারতম্য হয়েছে। ইন্জিনিয়ারিং অথবা বিজ্ঞান-এর নতুন যে বিষয়গুলি আজকাল বেশী চাকুরীর ক্ষেত্রে তৈরী হচ্ছে তাহলো - কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং, টেক্সটাইল ইন্জিনিয়ারিং, লেদার টেকনোলজি, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন টেকনোলজি, সিরামিক টেকনোলজি, আরবান (নগর উন্নয়ন) ম্যানেজমেন্ট, জেনেটিক ইন্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কৃষিবিজ্ঞান প্রভৃতি। এছাড়া ইন্জিনিয়ারিং-এর সনাতন কিছু বিষয়ের চাহিদা এখনও অটুট রয়েছে। তার মধ্যে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল প্রভৃতি উল্লেখযোগ্য। যে যে সেক্টরে এইসব বিষয়ের চাহিদা প্রচুর তা একটু স্মরণ করিয়ে দিতে চাই। প্রধান সেক্টরগুলি হলো - গার্মেন্টস এন্ড টেক্সটাইল, টেলিফোন অপারেটর, টেলিকমিউনিকেশন কোম্পানি, সিরামিক ইন্ডাষ্ট্রী, ওষুধ শিল্প, পাওয়ার (বিদ্যুত) সেক্টর, রিয়াল এস্টেট প্রতিষ্ঠান, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান ( Infrastructure like Bridge, Culvert, Roads & Highways ) । আর আমাদের দেশের সাধারন মানূষের জন্য চিকিত্সক আর চিকিত্সা সেবা এতটাই অপ্রতুল যে, একজন চিকিত্সক এমবিবিএস পাশ করার পরেই যেকোন ফার্মেসীতে বসে চিকিত্সা সেবা প্রদান করতে পারে। এখানে আরও একটি ব্যাপার উল্লেখযোগ্য যে, বাইরের দেশেও ইন্জিনিয়ার বা ডাক্তারের চাহিদা প্রচুর। যারা ভবিষ্যতে অষ্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা বা কানাডাতে চাকুরী করতে চায়, তাদের জন্য এই প্রফেশন দুটি যথেষ্টই সহায়ক হবে।
আরও কিছু সাবজেক্ট, যা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যথেষ্ট চাহিদার সৃষ্টি করছে এবং সামনের দিনগুলিতেও করবে তার দিকে লক্ষ্য করা যেতে পারে। হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ইন্টেরিয়র ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং, গনমাধ্যম ও সাংবাদিকতা ( Mass media & Journalism ), ফিল্ড এন্ড আ্যনিমেশন, গ্রাফিক্স ডিজাইনিং প্রভৃতি অন্যতম। অনেকেই আজকাল এগুলির মধ্যে নিজের ঝোঁক অনুযায়ী কোন একটি সাবজেক্ট নিযে পড়াশুনা শেষ করে নিজেই কোন ফার্ম দিয়ে বসছেন। এছাড়া আইন বিষয়ে পড়াশুনা শেষেও চাকুরীর পাশাপাশি পেশাগত চর্চা চালিয়ে যাওয়া যায়।
আজকাল বাহারী নামে নতুন নতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা কলেজ স্থাপিত হচ্ছে। এদের কয়েকটির মান নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও, দু’একটি বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য ছেলেমেয়ে বের হচ্ছে। চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলিও এদের মধ্য থেকে ভবিষ্যত এক্সিকিউটিভ গড়ে নিচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরেও এসব প্রাইভেট প্রতিষ্ঠান যুগোপযোগী সিলেবাস প্রণয়নে যথেষ্ট আন্তরিক । সময় থাকতেই এসব কোর্স কারিকুলাম নিয়ে ঘাঁটাঘাঁটি করা এবং নিজের পছন্দ, মেধা আর আর্থিক সার্মথ্য অনুযায়ী সাবজেক্ট চয়েস করার চেষ্টা করা শিক্ষার্থীদের জন্য জরুরী।
পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদের দেশ একটি জনবহুল দেশ। আপাত: দৃষ্টিতে মনে হতে পারে এত লোকের কর্মসংস্থান আমাদের মত গরীব দেশের জন্য শুধু দুষ্করই নয় অসম্ভবও বটে। এই মতামতের সাথে দ্বিধা প্রকাশ না করেও যে কথাটি জোর গলায় বলতে চাই তাহলো, বর্তমানে অনেক প্রতিষ্ঠিত কোম্পানি মোটা অংকের মাইনে দিয়েও যোগ্য কর্মী পাচ্ছে না। প্রতিষ্ঠানগুলি হয় বাইরে থেকে লোক আনছে অথবা, একে ওকে দিয়ে ঠেকা দিয়ে কোনরকমে কাজ চালিয়ে নিচ্ছে।
আজ, এইচএসসি পাশের পরে, একজন শিক্ষার্থী কিছুটা সময় যদি এই ব্যাপারগুলি নিয়ে চিন্তা করে এবং তদানুযায়ী একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ক্যারিয়ারের বাকিটা সে একজন পেশাদার খেলোয়াড়ের মতই খেলে যেতে পারবে। ‘ক্যারিয়ার’ হতে পারে পেশাদার খেলোয়াড়ের জীবনের মতই আনন্দদায়ক এক পেশা । আর এব্যাপারে অভিভাবকদের ভূমিকা হতে পারে অনস্বীকার্য ।


আহমদ ইসলাম মুকসিত
চেয়ারম্যান, বিডিজবস.কম
muqsit@bdjobs.com
Read more ...

Scope of Part time jobs in Bangladesh

Though a lot of applicants are searching for part time jobs but the concept of part time job has not become so much familiar among the employers in Bangladesh. In the telecommunication industry a few companies offer part time jobs for students especially in the departments of customer service, call center etc. Some renowned multinational courier service providers also offer part time jobs for their call centers. This offer is also available in coaching centers, beauty parlors, advertising agencies, and Media related business organizations. Research farms especially renowned, local and multinational Marketing Research Farm, Non-Government Organization and project based Government Organization offer part time employment opportunities for data collection, analysis, design and other relevant works. Recently a number of private TV channels have launched in the country and they are providing the scope of part time work as news presenter, contributor, program presenter, and reporter and in some other sectors. The scope is also available in some printing media.

Renowned retail shops, boutiques, super stores also provide the scope of part time jobs, where individuals can match their work time with their study. Additionally, while participating in any trade fair, companies look for part-timers to show case their commodities. Students can develop their skill through trainings on handicraft works (e.g. block, tie die, spray, hand paint etc.), cooking, mushroom cultivation, bonsai preparation etc. Good and healthy food is part of the modern urban life. If someone has the knack for coking, s/he may even try preparing homemade food and supplying to confectionaries, departmental stores, chain stores etc. Through these types of skill and services, students can be earning members of the family without hampering their study hours.
Read more ...

Be prepared for an Interview

Just received a phone call from YZX Corporation. "I'm delighted to inform you that you have been short-listed for interview.“ Adrenalin runs pumping, you become nervous and tensed. Relax and take it easy!!! Cool down your nerves and prepare an Interview Cheat Sheet. Cheat Sheet is in fact the planning of an interview attendance. Interviews can be scary experiences and the only way to quell your fears is to memorize the Cheat Sheet in a skilled manner. In our country except few Executives, most of the job seekers attend an interview without taking any serious preparation.


It's a good idea to get some practice. When you prepare for an interview it's important not just to practice what you have to say, but how you say it. The best way to see how you appear to others is to practice in front of a mirror. You can also videotape yourself and ask friends for feedback. The more prepared you are, the more relaxed and confident you'll feel - and appear.

Arrange a mock interview session with your friend and tell him to give honest feedback on how you look and sound. You can rehearse the details all you like, but you won't be able to disguise the facial reddening, sweating and toe curling. Remember whatever preparation you take, during the interview nothing can prevent the butterflies flying in your stomach, the dryness in your throat and the pounding of your heart. Most people have no idea how other people see them. They don't see their habitual expressions and they can't tell if their words are backed up by the tone of their voice and posture.


Remember one thing, no one is going to kill you. The worst thing that can happen is that you don't get the job. Take sensible precautions: wear something comfortable, leave yourself plenty of time to get there, use the toilet before you go in and ask for a glass of water in case your lips stick to your teeth (not from the Board Members but the Clerk or Receptionist!!!). A few quiet deep breathing exercises will make you look and feel less agitated.


Before going to the interview, visualize a successful interview. Just sit relaxed and imagine that you are confidently and calmly replying to all questions one after another. The idea is to make you feel more relaxed.


Don’t predict that you'll be offered a job after just one interview, so you're probably going to have to go through the process all over again. During your long career, you’ll face many more nerve-racking interviews, unless you opt to stay in the same job for life. The positive side is that you will get better at it - practice doesn't make perfect, but it helps. And comfort yourself with this thought: in a few years' time it might be you sitting on the other side of the desk and conducting interview sessions.


Days Before the Interview
• Launch your preparation by finding out as much about the company as possible. Try to find the company’s website (if any) which is likely to be full of background information, history and up-to-date news. Drop the information into conversation at your interview.

• Prepare your 60-second personal statement: Your answer to the, "Tell me about yourself," question.

• Write at least five success stories to answer behavioral interview questions. One way to do this is by mind mapping - write down a question that occurs to you and think about how you'd answer it positively. ("Tell me about a time when…" or "Give me an example of a time…").

• List questions to ask the interviewer about the job, the company and the industry (Anything you want to know about us?)
• "What are the most enjoyable and the least enjoyable aspects of the role?" 
• "Is there a chance for promotion in the future?" 
• "Can you please tell me how the role relates to the overall structure of the organisation?" 
• "In what way is performance measured and reviewed?" 
• "What are the most important issues that you think your organisation will face?" or "You have recently introduced a new product/service/division/project; how will this benefit the organisation?" 
• "May I tell you a little more about my particular interest in communicating with clients/developing new ideas/implementing better systems?" 
• "Do you have any doubts about whether I am suited to this position?"

Here are two of my favorite Qs.
1. "Is there a chance for promotion in the future?" This is a classic question and it can emphasize a determination to make progress and to do so over the long term.

2. "Can you please tell me how the role relates to the overall structure of the organization?" With this question you are drawing attention to a preference for teamwork. It looks as though you want to know where you would fit in and how your contribution would affect the rest of the company.
• Study the salary structure of the company and determine your worth. 
• Determine your salary needs based on your living expenses -- what is your bottom line? 
Mind it, the company has already a salary structure in mind. Unless you prove yourself exceptional, they wont change their stance. A little lying helps sometimes, but its unwise to shoot any fantasy figure of the current salary structure. 
• Get permission from your references to use their names.


Before You Go to the Interview
1. Do you look professional? Check yourself in the mirror; part of your confidence will come from looking good.

2. Carry these items to the interview:
• Several copies of your resume on quality paper.
• A copy of your references.
• A pad of paper on which to take notes (notes are optional).

Prepare answers to the most common interview questions:
• Tell me about yourself.
• Why did you leave or are you leaving your last position?
• What do you know about this company?
• What are your strengths and weaknesses?
• Why do you want to work for this company?
• What has been your most significant achievement?
• Why should we hire you?
• What are your salary expectations?
• If you were the boss, what would you change about this company?


Upon Arrival
1. Arrive early -- enter the building 10 minutes before your appointment. Start from your place with at least one hour in hand. Thanks to the terrible street jams of this city.

2. Review your prepared stories and answers.
The Recruitment Team’s sole responsibility is to ensure that each interview serves a clearly defined and distinct purpose. A job-hunter has to face a testing of his intellectual capacity and management skills and personality. Think beforehand about the questions that are likely to come up.

3. Go to the restroom and check your appearance one last time.

4. Announce yourself to the receptionist in a professional manner.

5. Stand and greet your interviewer with a hearty -- not bone-crushing -- handshake.

6. Smile and look into the interviewer's eyes. 


During the Interview
1. Try to focus on the points you have prepared without sounding rehearsed or stiff.
2. Relax and enjoy the conversation. Learn what you can about the company.
3. Ask questions and listen; read between the lines.
4. At the conclusion, thank the interviewer and determine the next steps. 


Final Tips
Let me share one of the interviews I attended. I had done some homework and was confident that I could answer any questions the interviewer might throw at me. Then fate took a hand and it all went horribly wrong: 

"I knocked firmly on the door, walked in, smiled and sat down. The interview was going brilliantly until I glanced down and noticed that blue inks had rushed out my fountain pen and the cuff was wet with the blue color. The ink of the fountain pen had spilled. I froze: had the interviewer seen? Have I an awkward shape? I shuffled my pocket for a tissue while continuing to answer his questions. The interviewer pretended not to notice, but I could tell he wasn't impressed. Needless to say, I didn't get the job." 

However qualified, experienced and well rehearsed you are, you won't impress an interviewer if your body lets you down. It wont help if you have the eloquence of a politician and a strong vocabulary in British accent but your body language tells different stories.

In the interview, implement an open posture. Sit up comfortably and lean slightly forwards so you look alert and attentive. Breathe slowly. And make sure your clothes aren't too tight: it won't give a good impression if you make a gesture and your buttons fly off and your tie starts swaying. Just remember the mnemonic 'ROLE', which stands for Relaxed, Open, Leaning and Eye contact. 

You have more control of your body language above the waist, so beware of 'leakage' lower down - such as picking your fingers or twitching your feet. This type of behavior can make you look unconfident. 

Just be you. Don’t make any attempt to lie, overact - or exaggerate - in an interview. If you say what you mean and mean what you say your verbal and non-verbal communication will match. Any interviewer is in fact interested to know whether you can make it.


Tough questions
Some questions will simply nail you down. No matter how much preparation you've taken, there are interview questions, which will turn your well-modulated voice into a gibbering babble. There are some members of the Board who just enjoy asking silly and irrelevant questions. 

The key to tackle interview questionnaires is remembering that all interviewers - however fiendishly mean their questions - want to hire you. They want to fill the post and they want to reassure themselves they've picked the right person.

Interview pressure can be worse than anything they throw at you on the job. Some questions tend to pop up again and again and "Tell me something about yourself”. Resist the urge to tell them personal dreams! Focus on the three or four key things on your CV you want them to remember and talk about those. 

"One would ask me something about my degree course, while the other would leap forward and say something like 'do you mean to say the course contained no business communication? How will you be able to do this job without it!' The feelings will be like integrity being challenged and the candidate will become quite defensive, crossing arms and almost start arguing. In fact it’s a testing of the candidate under pressure - and it works."

Many questions will leave you gaping and blank. Keep in mind that the motivation for all questions boils down to three basic creeds: Can you do the job, will you do the job and will you fit in here? Satisfy them with the first by telling them about your skills and abilities, the second by demonstrating enthusiasm and the third with your track record of teamwork will help keep you focused under pressure.


Here's how to answer two of the deadliest interview questions. 

1. What are your strengths and weaknesses?
What not to say:
Complete honesty is not advisable (admitting you have a drink problem won't win you any points). Say you have no weaknesses and you'll appear arrogant and devoid of self-awareness. And reciting a long, obviously prepared list of your admirable qualities won't do you any favors either. 

What to say:
The interviewer is looking for someone who is realistic about his or her strengths and candid about his or her weaknesses. You need to come up with examples to back up your claims of strengths and be able to describe the actions you take to prevent your weaknesses from manifesting themselves. So, if for example, being disorganized is your problem, explain how you've learnt to make lists and prioritize. 

2. What achievement are you most proud of?
What not to say:
Acting in a school drama might be your proudest moment. But the interviewer doesn't really want to know that. The general rule is: if it isn't a skill relevant to the job you're going for (or it portrays you in a bad light), leave it out. 

What to say:
Think of something you achieved using skills you can transfer to the workplace. Have you ever worked under pressure to meet a deadline or organize an event? Or have you managed a budget, however tiny, either at university or during a job? Show off the skills you have. Save sentiment for your family members. 

After the Interview
So now what will you do? Mutter prayers, silently weep with the feelings in your mind, “all are lost “, or have confidence about the next call-up and keep on applying to other prospective vacancies. By the way don’t forget to write a follow-up thank-you letter, reminding the interviewer of your qualities.


Source: Internet
Read more ...

Guide to Negotiating a Great Salary

Here's a secret: 
Employers rarely make their best offer first, and those who negotiate generally earn much more than those who don't. And a well-thought-out negotiation makes you look like a stronger candidate -- and employee.

Those people who attempted to negotiate their salary in a constructive way are perceived as more favorable than those who didn't negotiate at all, because they were demonstrating the skills the company wanted to hire them for.

You can start laying the groundwork for your salary negotiation even before the first interview. Here's a step-by-step guide:


During the Interview Process

• Do Your Research: Learn about the company's salary ranges and benefits as well as industry salary ranges before the first interview. Also learn about the company, its competition and the industry. Then think about what you want from the job, both in terms of salary and benefits, as well as opportunity and upward mobility. This information will become valuable during the interview and salary negotiation.

• Don't Talk Turkey Too Early: You never win by talking about money early on. The time to talk about money is when they've fallen in love with you. Before that, you're just one of many easily dismissed candidates. But once the employer has decided you're right for the job, "it becomes an issue of, ‘how are we going to make this happen?"

• Avoid the Salary Requirements Trap: You're trying to determine who you want to continue in this process, and it doesn't make much sense to pursue candidates you aren't going to get. Secondly, the tendency is for people to lowball their salary range, because they don't want to get out of the pool. My preference is to figure out, independent of these issues, the degree to which there is a good fit here and the extent to which I can bring value to this organization and the extent to which I'm going to be fulfilled and involved and committed to this position. I suggest we wait to have the salary conversation until you're prepared to make an offer."
If they still want a number, leverage your research to talk industry-standard ranges, not specific numbers.



At Time of Offer

• Strike First: Try to mention a specific salary before the employer does. This will start the negotiations in your ballpark. "The whole negotiation is based on that first offer".

• Don't Commit Too Quickly: The employer often offers the job and salary simultaneously. Never say yes right away -- even if you like the offer. Tell them you'll give them an answer within a certain time frame. 

• Make Them Jealous: If you've been interviewing for other jobs, call those prospective employers, tell them about your offer, and see if they can speed up the interview process -- or make you an offer. Knowing you have another offer will make you more attractive to them.

When it's time to answer the first employer, mention the other employers' interest to help boost your value. But don't make up imaginary offers. It's easy to check, and the interest alone will help you look good.

• Articulate Your Expectations: Tell the employer what you want from the job, both in terms of salary as well as benefits and opportunity. It may be time off, flexibility about where you work, autonomy or ownership over a particular area, it may be your title -- whatever has a perceived value to you.

• Negotiate Extras: If the employer can't offer you the salary you want, think about other valuable options that might not cost as much. Education can make a big difference in your long-term marketability.

• Quantify Your Value and Performance: Mention your value in quantifiable terms, such as how much money you saved your company and how your projects increased revenues by X thousands of dollars. Then tell them specifically how valuable you expect to be in your new job. 

You also can add a few contingencies showing your confidence in your performance. You could ask the employer to give you a salary review after six months rather than a year or for a year-end bonus if you make a certain amount of money. "It shows that you believe in yourself and are committed to bringing what you say you can do". "You believe you are going to bring significant value to the organization.
Source: Internet
Read more ...

Tips for getting your Dream Job through Bdjobs.com

You've put your resume or created a Job Agent at bdjobs.com but you're still waiting for the right response? Here are a few tips on how to cut your wait short and keep your resume more chances to appear while employers search for the resumes. Remember fresh and relevant resumes have the best chances of bringing the Dream Job you always wanted.

Submit your Full Resume
Many candidates only provide their basic details like functional area, work experience etc. If you submit your full resume covering your career objective, past work experience (Names of Previous employers, nature of responsibilities), achievements, skills along with basic information like functional area, number of years of experience, current location, preferred locations, educational qualifications etc., then an employer is much more likely to call you for an interview.

UPDATE YOUR RESUME FREQUENTLY
Update your resume at least once in a month. Include any fresh information that you might have to offer from time to time. Even if there is no fresh information, updating frequently confirms to prospective employers that you are ready to change. Remember, employers get to see when the resume was last updated and they are more likely to call a candidate who has recently refreshed his resume.

USE KEYWORDS EFFECTIVELY
Keywords are the key to a resume's prominence in a database. Keywords should be used to describe your skills and experience as accurately as possible so that all the relevant employers find your resume. A few examples are given below : 

A Sales professional may choose from : Sales, Concept Selling, Institutional Sales, Retail Sales, Services, Key Account Management, Distribution, Business Development etc.

A Software Programmer may choose from : C, C++, Java, Perl, VC++, VB, COBOL, WML, XML, HTML, DHTML, Activex, ASP, COM/DCOM, CGI, Perl, Web Servers, Lotus Domino Unix, Linux, HP/UX, Solaris,Windows NT, Windows 95, Windows 98, IBM, etc.

The keywords given above are just examples and you could use any keyword.

Best of luck

Remember, you should use as many keywords as possible but use only keywords which describe the skills / experience you already have.
Read more ...