Welcome to OUSPER

Tuesday, April 26, 2011

এনাবেল করুন গডমোড70

গডমোড সম্পর্কে অনেকেরই ধারণা আছে। উইন্ডোজের যাবতীয় কন্ট্রোল সেটিংস উইন্ডোজ এক্সপ্লোরার-এর মতো করে ব্রাউজ করা সম্ভব এই মোড ব্যবহার করে। বিশেষত যারা নতুন পিসি ব্যবহাকারী,কোন সিস্টেম সেটিংস কন্ট্রোল প্যানেলে খুজতে গিয়ে যাদের নিজেদেরই হারিয়ে যাবার সম্ভাবনা থাকে তাদের জন্য গডমোড অত্যাবশ্যক। গডমোড এনাবেল করার বিভিন্ন পদ্ধতি আছে।

>> প্রথমেই উইন্ডোজ এক্সপ্লোরারে বা ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিন।

>> এবারে ফোল্ডারটিকে রিনেম করুন, নাম দিন-

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

>>দেখুন আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে কন্ট্রোল প্যানেলের আইকন দেখা যাচ্ছে।এখন থেকে এখানেই ক্লিক করে যাবতীয় সিস্টেম সেটিংস পরিবর্তন করাটাই আপনার জন্য অনেক সহজ হবে।

No comments:

Post a Comment