Welcome to OUSPER

Thursday, April 21, 2011

সুস্থ-সুন্দর হাসি


সুস্থ-সুন্দর হাসির জন্য চাই...। না, কোন টুথপেস্ট বা টুথপাউডারের বিজ্ঞাপন না, বলা হচ্ছে ফলিক এসিডের কথা। হ্যাঁ, ভিটামিন-বি কমপ্লেক্স এর এই সদস্য আপনার দাঁত ও মাড়ি সুস্থ ও সুন্দর রাখতে দারুণ কার্যকর।

ফলিক এসিড মাড়ির প্রদাহ, রক্তপাত, দাঁতের গোড়ায় প্লাক জমা প্রতিহত করে। মানবদেহের মধ্য মুখের কোষগুলোই সবচয়ে দ্রুত বিভাজনে সক্ষম এবং এর জন্য দরকার ফলিক এসিডের। বিশেষজ্ঞদের মতে, ফলিক এসিডকে মাউথ ওয়াশ হিসাবেও ব্যবহার করা যায়। সেটা কিভাবে? ২০০ মি.লি কুসুম গরম পানিতে ফলিক এসিডের একটা ক্যাপসুল খুলে ভেতরের ওষুধগুলো ঢেলে গুলে নিন। ব্যস, হয়ে গেল মাউথওয়াশ।

No comments:

Post a Comment