
ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবার রোগমুক্তি কামনা করে নিজের ৩৮তম জন্মদিন অনুষ্ঠান বাতিল করেছিলেন ‘ভক্ত’ শচীন টেন্ডুলকার। সেই সাঁই বাবা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ঠিক শচীনের জন্মদিনেই। ফলে গতকাল রোববার বিষাদেই কেটেছে এই লিটল মাস্টারের জন্মদিনটা। চোখের জলে প্রয়াত সাঁই বাবাকে আজ সোমবার শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন শচীন।
পিটিআই জানায়, সহধর্মিণী অঞ্জলিকে নিয়ে সকালে প্রশান্তি নিলায়ামের কুলওয়ান্ত হলে আসেন শচীন। সাঁই বাবাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দুজন। কিছুক্ষণ সেখানে বসে থেকে চলে আসেন শচীন-অঞ্জলি। ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে দুই দিন এই কুলওয়ান্ত হলে রাখা হবে সাঁই বাবাকে।
No comments:
Post a Comment