Welcome to OUSPER

Tuesday, April 26, 2011

নতুন ফোল্ডার তৈরি করা

নতুন ফোল্ডার তৈরি করা এমন একটি কাজ যেটি আমরা প্রায়ই করে থাকি। উইন্ডোজের আর কোন ভার্ষনে এর জন্য ডিফল্ট কোন শর্টকাট কি ছিলো না। তবে উইন্ডোজ সেভেনে আপনি পাচ্ছেন এই সুবিধাটি। উইন্ডোজ এক্সপ্লোরার বা ডেস্কটপ অথবা যেখানেই ফোল্ডার তৈরি করা যায়, সেখানে Ctrl+Shift+N চাপলে তৈরি হবে নতুন একটি ফোল্ডার।

No comments:

Post a Comment