Welcome to OUSPER

Tuesday, April 26, 2011

উইন্ডোজ সেভেন


মাইক্রোসফটের সর্বশেষ মুক্তি পাওয়া অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন উইন্ডোজ ব্যবহারকারীদের মাঝে বেশ সারা জাগিয়েছে। উইন্ডোজ ভিস্তার ব্যর্থতার পর মাইক্রোসফট উইন্ডোজ সেভেনকে জনপ্রিয় করে তুলতে সর্বাধিক চেষ্টাটাই করেছে এবং এর ফলাফল হয়তো আপনাদের জানাই, অনেকেই উইন্ডোজ সেভেনকে মাইক্রোসফট এর এযাবৎকালের সেরা অপারেটিং সিস্টেম হিসেবে আখ্যায়িত করেছেন। নতুন সব চমক আর অত্যাধুনিক কিছু বৈশিষ্ট্যের কারনেই উইন্ডোজ সেভেনের এই জনপ্রিয়তা। উইন্ডোজ সেভেনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এটাতে শুধুমাত্র মাউস বা কীবোর্ডের সাহায্যেই পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রন করার সকল ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ মাউস বা কীবোর্ড নষ্ট হয়ে গেলেও আপনি কোন সমস্যা ছাড়াই যে কোন একটি দিয়েই কাজ চালাতে পারবেন।

তবে পূর্বের অপারেটিং সিস্টেমগুলো থেকে সম্পূর্ন নতুন এবং আলাদা কিছু বৈশিষ্ট্য যুক্ত হওয়ার কারণে অনেকেই হয়তো সেসব বৈশিষ্ট্য সম্পর্কে অবগত নন। তাহলে আসুন জেনে নেয়া যাক উইন্ডোজ সেভেনের ১০টি টিপস।

No comments:

Post a Comment