Welcome to OUSPER

Thursday, April 21, 2011

রোগ প্রতিরোধে ক্যাকটাস

কার্নিশে বা ঝুল বারান্দায় সুদৃশ্য টবে সাজানো ক্যাকটাসগুলো আপনার বাড়িতে সৌন্দর্য বিকাশে যেমন ভূমিকা রাখছে তেমনি আপনার দৈহিক সৌন্দর্য বিকাশে, মানে আপনাকে সুস্থসবল রাখতেও কিন্তু ক্যাকটাস আপনার কাজে আসতে পারে।
তাছাড়া, ক্যাকটাসে দেহের অনেক রোগ প্রতিরোধেও সাহায্য করে। বিশেষজ্ঞরা সম্প্রতি ক্যাকটাসের এই গুণটি আবিষ্কার করেন। ইউনিভার্সিটি অব টেক্সাসের হেলথ সায়েন্স এর গবেষক দল কতগুলো ইঁদুরের ওপর পরীক্ষা চালান। তাঁরা ইঁদুরগুলোকে ১% অ্যালবেরাজেল (ঘৃতকুমারী নামের এক ধরনের ক্যাকটাসের জেল )-এর একটি বিশেষ খাবার নিয়মিত খাইয়ে দেখেন যে, এদের কিডনির অসুখ, থ্রম্বসিস এবং ক্যান্সার জাতীয় রোগ কম হয়।

ভাল কথা, তাই বলে টবে সাজানো ক্যাকটাস চিবিযে খেতে শুরু করবেন না যেন। মানবদেহে এর বিরূপ প্রতিক্রিয়াও রয়েছে। তবে বিজ্ঞানীরা এর রোগ প্রতিরোধক ক্ষমতাটিকে কাজে লাগিয়ে আগামীতে ওষুধ হিসাবে বাজারে চালান করার চেষ্টায় আছেন ।

No comments:

Post a Comment