Welcome to OUSPER

Monday, April 25, 2011

শ্রীশান্ত এবার মজেছেন বলিউডের অভিনেত্রী শাজন পদমজির সঙ্গে!

রিয়া সেন অধ্যায় শেষ। স্রেফ ভালোলাগা, এর বেশি কিছু নয়—স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিয়া নিজেই। তবে রিয়া সেনের সঙ্গে প্রেমের গুঞ্জন কাটতে না-কাটতেই নতুন খবর, ভারতীয় ফাস্ট বোলার শ্রীশান্ত নাকি এবার মজেছেন বলিউডের আরেক অভিনেত্রী শাজন পদমজির সঙ্গে!
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘মুম্বাই মিরর’ নামের ভারতের একটি ট্যাবলয়েডের দাবি, এই ক্রিকেটার ও অভিনেত্রীকে মুম্বাই শহরে একই গাড়িতে করে প্রায়ই দেখা যাচ্ছে। শ্রীশান্ত-শাজনকে নাকি বিভিন্ন সময় বেশ ঘনিষ্ঠভাবেও দেখা গেছে।
ভারতের জনপ্রিয় দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, শ্রীশান্তের সঙ্গে ডেটিংয়ের খবর অস্বীকার করলেও মেলামেশার কথা ওই ট্যাবলয়েডটির কাছে নিশ্চিত করেছেন অভিনেত্রী শাজন। তবে তাঁর দাবি, ‘এটা শুধুই বন্ধুত্ব। শ্রীশান্ত আর আমি খুব ভালো বন্ধু। আমি শুধু আমার ক্যারিয়ার নিয়েই ভাবছি। এখনো একা আছি।’

No comments:

Post a Comment