Welcome to OUSPER

Monday, April 25, 2011

 বিশ্ববিদ্যালয় বদল

আসছে বসন্তেই ব্রাউন ইউনিভার্সিটিকে টা টা জানাচ্ছেন এমা ওয়াটসন। হ্যারি পটার ছবির তারকা এই অভিনয়শিল্পীর এক মুখপাত্র জানিয়েছেন, ব্রাউন ইউনিভার্সিটিতে পছন্দের বিষয় না থাকায় এই পরিবর্তনের পরিকল্পনা। তবে বাজারে এ নিয়ে কানাঘুষাও হয়ে গেছে একচোট। কয়েকটি অনলাইন প্রচারমাধ্যমে এমার বন্ধু-বান্ধব ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কয়েকজনকে উদ্ধৃত করে বলেছে, ‘এমাকে ছাঁটাই করা হয়েছে’। এই সংবাদের কোনো ভিত্তিই খুঁজে পাচ্ছেন না হ্যারি পটার-এর হারমিওনি। তাঁর মুখপাত্র বলছেন, ‘ব্রাউনে থাকতে দারুণ পছন্দ করতেন এমা। অনেক ভালো বন্ধুও জুটেছিল তাঁর।’ তাহলে ব্রাউন ছেড়ে এমা কোন বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তাঁর মুখপাত্র।

No comments:

Post a Comment