Welcome to OUSPER

Monday, April 25, 2011

রাজকীয় বিয়েতে নেমন্তন্ন পেলেন যাঁরা

রাজপুত্রের বিয়ে বলে কথা! সেই বিয়েতে কে কে নেমন্তন্ন পেলেন না পেলেন, তা নিয়ে মানুষের কৌতূহলের সীমা নেই। কৌতূহলের নিষ্পত্তি করলেন স্বয়ং রানী দ্বিতীয় এলিজাবেথ। নাতির বিয়েতে যাঁদের আমন্ত্রণ জানাবেন, তাঁদের একটা তালিকা প্রকাশ করলেন গত শনিবার। তালিকার একটা বেশ বড় জায়গাজুড়ে আছেন সংস্কৃতি ও ক্রীড়া জগতের তারকারা। আমন্ত্রিত হয়েছেন সংগীতশিল্পী এলটন জন, ফুটবলার ডেভিড বেকহ্যাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসের ভালো বন্ধু মি. বিন, মানে রোয়ান অ্যাটকিনসন ও সংগীতশিল্পী জস স্টোন। তাঁদের জন্য ২৯ এপ্রিল ওয়েস্টমিনস্টার অ্যাবিতেও আসন বরাদ্দ থাকবে। এ ছাড়া চলচ্চিত্র পরিচালক গাই রিচিও বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পেয়েছেন।

No comments:

Post a Comment