Welcome to OUSPER

Monday, April 18, 2011

আপডেট

প্রযুক্তি বাজারে গতকাল শনিবারও ছিল বাংলা নববর্ষের উৎসবের আমেজ।বেচাকেনাও হয়েছে ভালো। গতকাল পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো:
প্রসেসর: ইন্টেল কোর আই ৫ (৩.২০ গি.হা) ১৫৫০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩১০০ টাকা, ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা. ৮৪৫০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২.৮ গি.হা. ৫১০০। কোর টু কোয়াড ১২৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জি এ ৪১ এমটি- ডি-৩ ৪২৫০, জি৪১এমটি-ইএস ২ এল ৪০০০, জি ৪১এম কমবো ৪৪৫০, এইচ৫৫এম -ডিটুএইচ ৭৪০০ টাকা। ইন্টেল ডিএইচ৫৫পিজে ৬৭৫০, ডিজি৩৩টিএলএম ৭০০০ টাকা। আসুস পি৫জি-৪৩টিডি ৫৯০০, পি৫জি-৪১টি-এম ৪১০০ টাকা। অ্যালবাট্রন জি৪১ ৩৯০০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ২২০০, ১ গি.বা. ডিডিআর টু ১৩০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১৫৫০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ৩২০ গি.বা. ২৭০০ টাকা। ৫০০ গি.বা. ৩২০০ টাকা। ১ টেরাবাইট ৪৮০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৫০০, ৪ গি.বা. ৬০০ ও ১৩২৫ টাকা, ৮ গি.বা. ৯৫০-১৫০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ ৮৮০০ টাকা, স্যামসাং ১৮.র্৫র্ ৮২০০ টাকা ২র্০র্ ৯৪০০, ২র্২র্ ১৪২০০, ২র্৩র্ ১৯৮৫০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮২০০ টাকা। ডেল ১৮.র্৫র্ ৮৬০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি ১ গি.বা. ১৭৭০০ আসুস: ২৫৬ মেগাবাইট ৪২০০। গিগাবাইট এইচডি ৫৭৫০ ১ গি.বা. ১৫৫০০ জিটি ৪৪০০ টাকা। স্যাফায়ার (এইচডি ৫৬৭০) ৬৯০০, এইচডি ৫৫৭০ ১ মে.বা. ৭৪০০ টাকা। এক্সএফএক্স এইচডি ১ গি.বা. ৪২০০, এইচডি ৪৬৫০ ১ গি.বা. ৪২০০ টাকা। জিটি-২৪০ ১ গি.বাইট ৭,৭০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: সামসাং ৫২x২৪x৫২এক্স ১৬০০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ১৭৫০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১৮০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১৩০০ টাকা এবং বেনকিউ ১৬ এক্স ১৪০০ টাকা। কেসিং: ১৫০০ থেকে ৫০০০ টাকা। মাউস: ২০০ থেকে ৭০০ টাকা। কিবোর্ড: সাধারণ ২৫০ থেকে ২৮০০ টাকা। মাল্টিমিডিয়া ৫০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫: ১) ৫৫০০ টাকা, (৪: ১) ৩৮০০ টাকা, (২: ১) ২৬০০-৩২০০ টাকা। মাইক্রোল্যাব (২: ১) ১৭০০ থেকে ২৫৫০, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২৪০০ টাকা। ডিলাক্স (২:১) ২০০০।গোল্ডেন ব্রিজ এফটি ৮১৬ (২: ১) ১৩০০, এফটি৮১২ (২:১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮০৫ (২: ১) ১৩০০। জিপিআরএস মডেম: টেকনো টিএম ০০৮ ২২০০ টাকা। মোবিডাটা ২৫০০ টাকা (ইউএসবি)। টিভিকার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৩৪০০, এভারমিডিয়া এক্সটারনাল ডাব্লিউ ৭- ৪৬০০ টাকা ও ইন্টারনাল ২৭৫০ টাকা, রিয়েল ভিউআরভি টিভিকার্ড ১৮০০ টাকা।প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি এমপি২৭৬- ৬০০০ টাকা, এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৫০০ টাকা, এপসন টি ৬০ ১২,০০০ টাকা, এইচপি পি (লেজার) পি-১১০২-৯৫০০ \ টাকা; ব্রাদার এইচএল ৫৩৪০ডি-১৬৭০০ টাকা। স্যামসাং এমএল ১৬৬০ (লেজার) ৫৭৫০। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫০০০ টাকা, ৩২০ গি.বা ৪১০০ টাকা, ৬৪০ গি.বা ৬৩০০-৬৬০০, ২ টেরাবাইট ১২৫০০ টাকা। ইউএসবি ৩.০ ৫০০ গি. বা. ৫৬০০ টাকা।

এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।

Source: Prothom-Alo

No comments:

Post a Comment