Welcome to OUSPER

Monday, April 25, 2011

 পাকিস্তানে ফিরলেন জুলকারনাইন

শেষ পর্যন্ত জুলকারনাইন হায়দার পাকিস্তানে ফিরেছেন। আজ সোমবার সরকারি প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর তিনি দেশে ফেরেন।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবুধাবিতে সিরিজ চলাকালীন তিনি দল থেকে পালিয়ে ব্রিটেন চলে যান। তিনি অভিযোগ করেন, ম্যাচ ফিক্সিং সিন্ডিকেট তাঁর জীবননাশের ‘হুমকি’ দিচ্ছে। সেই হুমকিতে ভয় পেয়ে তিনি ক্রিকেট ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এমনকি স্থায়ীভাবে ব্রিটেনে বসবাস করার জন্য সে দেশের সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়েরও আবেদন জানিয়েছিলেন। সে সময় তাঁর এই পলায়নপরতার কঠোর সমালোচনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি কাউকে কিছু না বলে পালিয়ে চলে যাওয়ার জন্য জুলকারনাইনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছিল ক্রিকেট বোর্ডের মধ্যে। এ লক্ষ্যে তাঁর পালিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে একটি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটি জুলকারনাইনকে তদন্ত শেষে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে অভিহিত করেছিল।
তবে, সম্প্রতি তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নিয়ে দেশে ফিরে ক্রিকেটে ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন। সেই ইচ্ছা পোষণ করার কিছুদিনের মধ্যেই তাঁকে নিয়ে আবার সেই সিন্ডিকেট আবার প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে পাকিস্তানে ফেরা থেকে নিবৃত করার চেষ্টা করেছিল, এ তথ্য তিনি জুলকারনাইন নিজেই সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছিলেন।
সোমবার সকালে তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে নিরাপত্তাকর্মীরা একপ্রকার বন্দীই করে ফেলেন। তাঁর আজ দিনের যেকোনো সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

No comments:

Post a Comment