Welcome to OUSPER

Thursday, April 21, 2011

সুবজ চায়ের গুণ


সবুজ চায়ের গুণাগুণ সম্পর্কে বেশ কিছুদিন যাবত গবেষকগণ উৎসাহী হয়ে উঠেছেন। সাম্প্রতিক গবেষণায় তারা এক নতুন তথ্য পেয়েছেন। তা হলো সবুজ চা 'রিউমাটয়েড আর্থাইটিস' প্রতিরোধ করে।


যারা নিয়মিত সবুজ চা পান করে থাকে তাদের এই দুর্বিষহ রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেক কমে যায়। আর রিউমাইটয়েড আর্থাইটিস হলো হাড়ের এক ধরনের রোগ, যা হলে অস্থিসন্ধিতে প্রচন্ড ব্যাথা হয় এবং ফুলে ওঠে। তাই বড়ই যন্ত্রণাময় এই রোগ থেকে বাঁচতে আপনিও সবুজ চায়ের কথা ভাবতে পারেন ।

No comments:

Post a Comment