ভিস্তার মত উইন্ডোজ সেভেনেও ডিফল্টভাবে রান কমান্ডটি লুকানো থাকে। এক্সপি ব্যবহারকারীরা সাধারনত স্টার্ট মেনু থেকে রান কমান্ড ব্যবহার করে অভ্যস্ত। রান কমান্ড ফিরিয়ে আনার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
আবারও টাস্কবারে রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর Start Menu ট্যাব এ ক্লিক করে Customize এ ক্লিক করুন। স্ক্রল করে নিচে নামুন।
এরপর Run Command এর পাশে থাকা চেকবক্সে টিক চিহ্ন দিয়ে OK করুন। এখন থেকে স্টার্ট মেনুতে রান কমান্ড দেখা যাবে।
No comments:
Post a Comment