Welcome to OUSPER

Monday, April 25, 2011

 হাসির নাটক নিয়ে সুবর্ণা মুস্তাফা

বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে চলছে অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। এগুলো মধ্যে রয়েছে দেশ টিভিতে ‘গহীনে ও সাতকাহন’, এনটিভিতে ‘রুমালী ও মানবজমিন’, বৈশাখী টিভিতে ‘নিসর্গ’ এবং আরটিভিতে ‘বাঘপুতুল’। সম্প্রতি এ অভিনয়শিল্পী কাজ শুরু করেছেন নতুন আরেকটি ধারাবাহিকের। নাম ‘কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজ-উদ-দৌলা’। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করছেন তিনি। সঙ্গী পরিচালক হিসেবে আরও আছেন বদরুল আনাম সৌদ। এ ছাড়া নাটকটির জন্য একটি প্যানেল অব ডিরেক্টর গঠন করা হয়েছে বলে জানান সুবর্ণ মুস্তাফা নিজেই। নতুন শুটিং শুরু হওয়া এ নাটকটি যৌথভাবে লিখছেন বদরুল আনাম সৌদ ও হাসান শাহরিয়ার।
নতুন এ নাটকটি সম্পর্কে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘এটি পুরোপুরি একটি হাসির নাটক। আমার মনে হচ্ছে, নাটকটির মাধ্যমে দর্শকেরা একেবারে ভিন্ন একটা স্বাদ পাবে।’
পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি এটিএন বাংলার জন্যই নির্মিত হচ্ছে। বর্তমানে মাত্র কয়েকটি পর্বের শুটিং হয়েছে।
এদিকে দেশ টিভিতে প্রচার হওয়া গহীনে নাটকটি সম্পর্কে সুবর্ণ মুস্তাফা বলেন, ‘এটি গ্রামবাংলার গল্প। নাটকে আমি হিন্দু এক জমিদারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। যে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে স্বামীর কাছে থেকে বিদায় নিয়ে মুসলমান এক জেলের সঙ্গে চলে আসে। এতে দর্শকেরা গ্রামীণ আবহ দেখতে পাবেন।’ তিনি আরও বলেন, ‘প্রকৃতি মানুষের চেতনাকে অনেক সময় যে নাড়া দেয়; সেটাই এ নাটকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে কী হবে সেটা না জানলেও আমি বলতে পারি গহীনে ধারাবাহিকের সংগীত, মৌলিক গল্প—সবকিছুতে একটা অন্য রকম ব্যাপার রয়েছে। প্রযুক্তির বিষয়টাকে নাটকে বাদ দেওয়ার চেষ্টা করেছি। এ নাটকে গ্রামবাংলার কিছু রহস্যঘেরা গল্প থাকবে, যেটার কোনো ব্যাখা থাকে না। সেগুলো এখানে থাকবে।

No comments:

Post a Comment