Welcome to OUSPER

Thursday, April 21, 2011

আসুন ফ্রীলান্সিং করি। কামাই করি USD [Part-01]

ফ্রীলান্সিং হচ্ছে কার অধীনে না থেকে কাজ করা । কিন্তু বাস্তবে আমাদের ক্লায়েন্ট দের মন মতই চলতে হয় । ফ্রীলান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখান থেকে টাকা অনেক বেশি পাওয়া যায় । ধরুন কারও একটা ওয়েবসাইট ডিজাইন করা দরকার । সে থাকে আমেরিকায় । তো ঐ দেশ এ যদি কাউকে সে ওয়েবসাইট টি ডিজাইন করতে দেয় তাহলে সেই ডিজাইনার তাকে চার্জ করবে ২৫০০-৭০০০ ডলার । কিন্তু ইন্টারনেট এর সাহায্যে সে যদি কাজ টি আমাকে করতে দেয় তাহলে আমি ২৫০-৭৫০ ডলার এ অনেক খুশির সাথেই কাজ টি করে দিব । ২৫০-৭৫০ ডলার আমার কাছে অনেক টাকা । কারন উন্নত বিশ্বের দেশ গুলোর তুলনায় আমাদের জীবন যাত্রা অনেক কম ব্যায়বহুল । কিন্তু বিদেশের সেই ক্লায়েন্ট আমাকে খুজে পাবে কথায় । এইখানেই ফ্রীলান্সিং সাইট গুলোর আসল কাজ । যেমন freelancer.com , odesk.com , elance.com । বড় বড় ফ্রীলান্সিং সাইট গুলো সবার কাছেই নিরভর যোগ্য । ফ্রী লান্সার ওয়েবসাইট গুলোতে বায়ার রা কাজ পোস্ট করে আর আমরা যারা ফ্রীলান্সার তারা বিড করে কাজ পেয়ে থাকি । যতটা সহজ শোনা গেল ততটা সোজা অবশ্য না । কারন কাজ পেতে হলে কাজ এর অভিজ্ঞতা (review) থাকতে হয় । ইংলিশ এ ভাল দক্ষতা থাকতে হয় । এবং সবার উপরে কাজ জানতে হয় ।

আমার ধারনা অনেকেই এই review এর অভাবেই কাজ পায়না এবং হতাশ হয়ে ফ্রীলান্সিং ছেড়ে দেয় । শুরুতে আমিও দিয়েছিলাম । প্রথম তিন মাস শুধু বিড করছি , কেউ একবার হ্যালো বলেও মেসেজ পাঠায় নি । হতাশ হয়ে ছেঁড়েই দিয়েছিলাম প্রায় । তারপর দেখলাম আমার কাছ থেকে শিখে এক বড় ভাই ডলার কামাচ্ছে । জেদ উঠে গেল । তারপর একটা একটা করে ফ্রীলান্সিং এর অনেক সমস্যা গুলান পারি দিয়ে এসেছি । সেই সমস্যার গল্প গুলোই করব । আপনারাই বুঝতে পারবেন কেন বলছি , যাতে নতুন কাউকে এই সমস্যায় পরতে না হয় ।

আজকে freelancer.com এর রেজিস্ট্রেশান প্রসেস টা দেখাবো । টেক টিউন আমাকে ইমেইল করে বলেছে যেন আফিলিএট লিঙ্ক না দেই । তারপর দিচ্ছে কারন আপনারা এমনিতেই এই সাইট এ রেজিস্ট্রেশান করবেন । আফিলিএট লিঙ্ক এর মাধ্যমে রেজিস্ট্রেশান করলে আমি একটা বোনাস পাব , না করলে পাব না ।

লিঙ্ক টা হল

http://www.freelancer.com

http://www.freelancer.com/affiliates/projoomexperts/

No comments:

Post a Comment