
এটাই freelancer.com এর হোমপেজ । উপরের ডান কোনায় রেজিস্টার লেখা বাটন টি তে ক্লিক করুন । নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।
এটাই freelancer.com এর রেজিস্ট্রেশান ফর্ম । ফর্ম টি পুরন করার সময় মনোযোগী হন।email address : অনেকেই অনেক গুলন করে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে । এমন একটা ইমেইল অ্যাড্রেস এখানে ব্যবহার করুন যা আপনি সবসময় ব্যবহার করবেন । ছোট্ট একটা টিপস হল আপনার ইউজার নেম এর সাথে মিলিয়ে একটা ইমেইল অ্যাড্রেস খুলুন এবং সেটাই এখানে ব্যবহার করুন । এটাও একটা পেশাদারি মনোভাব প্রকাশ করে । gmail, yahoo, aim , skype পারলে সবগুলোতে একি আইডি দিয়ে অ্যাকাউন্ট খলার চেষ্টা করুন । ফ্রীলান্সিং করতে চাইলে একটা skype অ্যাকাউন্ট থাকা এখন বাধ্যতামূলক এ বলা চলে । কারন বেশির ভাগ ক্লায়েন্ট আপনার সাথে skype দ্বারা যোগাযোগ করবে । ইমেইল অ্যাড্রেস এর বানান খেয়াল করে নিন । কারন আই অ্যাড্রেস এই freelancer.com আপনাকে activation email করবে । এবং পরবর্তী সব ইমেইল পাঠাবে । এবং আপনি কোন কাজ পেলে আপনার বায়ার কে এই ইমেইল অ্যাড্রেস টি দিবে যোগাযোগ করার জন্য ।
password : আপনার ফ্রীলান্সার অ্যাকাউন্ট টি হ্যাক হয়ে গেলে হ্যাকার আপনার সব বালেন্স চুরি করতে পারে। তাই কঠিন একটা পাসওয়ার্ড দিন । capital letter , small letter , number , symbol সব ই ব্যবহার করুন পাসওয়ার্ড কে শক্ত করার জন্য ।
repeat password : এক ই পাস ওয়ার্ড এখানেও দিন ।
full name : আপনার সত্যিকার নাম ব্যবহার করুন । আমরা ইন্টারনেট এ যারা ঘুরি ফিরি তারা অনেক ছদ্ম নাম ব্যবহার করি । কিন্তু এখানে টা করবেন না। কারন ফ্রীলান্সার যখন তখন আপনার অ্যাকাউন্ট টি সাসপেন্ড করে দিয়ে আপনাকে আইডি কার্ড দেখাতে বলতে পারে । সুতরাং সাবধান , আপনার ভোটার আইডি কার্ড এর সত্যিকার নাম টি এখানে দিন ।
phone : প্রয়োজনে freelancer.com আপনাকে ফোন দিতে পারে অথবা verification এর জন্য আপনার মোবাইল নাম্বার টি ব্যবহার করতে পারে । যে নাম্বার টি সব সময় ব্যবহার করেন সেটাই দিন । যেমন আমাকে freelancer.com আমাকে একটা টি শার্ট পাঠিয়েছিলো , তখন আমার নাম্বার টি তারা কুরিয়ার এ ব্যবহার করেছিল ।
address: আবার একি বিষয় , স্থায়ী ঠিকানা ব্যবহার করুন । খুব ই গুরুত্বপূর্ণ । আপনার mastercard , invoice , courier , bank check সব এই ঠিকানাতে আসবে ।
country: আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি । আমার সাথে আপনারাও এক বার এই গান টি গেয়ে দেখেন । অনেক ভাল লাগবে । Bangladesh
state/region : বিভাগ এর নাম দিন । আপনার স্থায়ী থিকানার বিভাগ অংশ টি এখানে লিখুন
city/town: আপনার স্থায়ী ঠিকানার শহর অংশটি এখানে লিখুন ।
currency: যেহেতু আমাদের বাংলা টাকা ফ্রীলান্সার এ চলে না । কি আর করবেন । USD সিলেক্ট করুন ।
timezone: asia/dhaka
i am : এখানে Looking for work Looking to both hire and work আই দুটির যেকোনো একটা সিলেক্ট করুন । ভাল হয় Looking for work টি সিলেক্ট করলে।
নিচের দুটি বাটন ও সিলেক্ট করে নিন ।
How did you first find out about Freelancer.com? এখানে আমাদের techtunes এর নাম দিয়ে দিতে পারেন ।
coupon code এর ঘরে কিছু লিখবেন না ।
গোল্ড মেম্বার হবার মত বালান্স আপাতত আমাদের নেই । সুতরাং Yes I would like to become a Gold member for $24.95 এখানে টিক দেয়ার কোন প্রয়োজন নেই ।
যে ইমেইল অ্যাড্রেস টি ব্যবহার করেছিলেন তার মেইল বক্স টি ওপেন করুন । দেখবেন ফ্রীলান্সার আপনাকে একটি ইমেইল পাঠিয়েছে । ইমেইল টি ওপেন করে লিঙ্ক এ সরাসরি ক্লিক করতে পারেন অথবা verification code টি কপি করে আগেই পেজ এ পেস্ট করতে পারেন । আমার মনে হয় লিঙ্ক এ ক্লিক করাটাই সহজ হবে ।
লিঙ্ক এ ক্লিক করার পর যে নতুন ওয়েবপেজ টি ওপেন হবে তাতে দেখাবে আপনার অ্যাকাউন্ট টি verified hoyeche এবং আপনাকে freelancer.com এর ইউজার এর হোম পেজ ( ড্যাশ বোর্ড) এ নিয়ে যাবে ।
দেখতেই পাচ্ছেন আপনার কোন বালান্স নেই 0.00 আপনার জন্য কোন নিউজ নেই । দুঃখ করার কিছু নাই । আমার সাথে সাথে হাটলে অনেক কিছু যোগ হবে ইন শা আল্লাহ ।
এখন আমাদের যে কাজ টি করতে হবে টা হল , profile তাকে সাজাতে হবে । এবং কিছু টুকিটাকি জিনিষ ঠিক করতে হবে ।
আপনি দেখতেই পাচ্ছেন freelancer.com বলছে Your Profile is 16% Complete
আসুন আইটাকে একটু বাড়াই ।
+ Add your picture (+4%) এ ক্লিক করুন । নিজের জন্য সুন্দর একটা লোগো ডিজাইন করে নিন । নিজের ছবিও দিতে পারেন। তবে লোগো দেয়া টাই ভাল । লোগো ডিজাইন না জানলে 0nline logo design লিখে গুগল এ একটা সার্চ দেন । অনেক কিছু বের হয়ে আসবে । যাই হক browse এ ক্লিক করে লোগো টা সিলেক্ট করুন । মনে রাখবেন লোগো টা যেন কিছুতেই ৫০ কিলো বাইট অথবা 300x200px এর বেশি না হয় । Company name এবং postal code টা অ্যাড করে দিন ।সব শেষ এ save বাটন এ ক্লিক করুন ।
যাইহোক প্রোফাইল এখন ২০% কমপ্লিট । + Invite 5 friends (+4%) এ ক্লিক করুন ।
আপনার ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে or invite by manually typing emails লেখাটাতে ক্লিক করুন । যেকোনো ৫ জন বন্ধুর ইমেইল অ্যাড্রেস দিন । মেসেজ বক্স এ লিখে দিন hi i have joined freelancer.com .. come on and join me.. lets earn some usd and get a mastercard … better life, ঠাট্টা করলাম ।
সব শেষ এ send invitation বাটন এ ক্লিক করুন । Home এ ক্লিক করে ফিরে আসুন মূল পাতায় । । ।
My Profile > My Qualifications এ ক্লিক করুন । freelancer.com আপনাকে ২৫ টি Job Type সিলেক্ট করার সুযোগ দিবে । এবং প্রতি মাসে ১০ টি Job Type পরিবর্তন করতে পারবেন। প্রশ্ন হল Job Type কি ? Job Type হল আপনি যে ধরনের কাজ করতে পারবেন । ধৈর্য ধরে সব গুলোন দেখন , তারপর সিলেক্ট করা শুরু করুন । খেয়াল করুন আপনি যে Job Type গুলোন সিলেক্ট করবেন শুধু সেই type এর job এই বিড করতে পারবেন। খুব বেশি জব টাইপ সিলেক্ট করা বোকামি , কারন তাতে পেশাদারিত্ব নষ্ট হয় । আপনি যে কাজ খুব ভাল পারেন এবং ভাল জানেন সেই গুলান এ সিলেক্ট করুন । খুজতে কষ্ট হলে আপনার ব্রাউজার এর সার্চ ব্যবহার করুন ctrl + f । সিলেক্ট করা শেষ হলে পেজ এর নিচের দিকে আসুন । এটা অনেক টা CV লেখার মত । খুব মন দিয়ে লিখুন । কারন আপনার possible buyer আপনার প্রোফাইল এ এই কথা গুলান ই দেখবে ।
other skills , vision, keyword , profile … এইগুলান ভাল ভাবে লিখবেন । বুঝতে না পারলে বা idea দরকার হলে অন্য freelancer দের প্রোফাইল দেখতে পারেন ।
average hourly rate এইটা ১০ থেকে ২০ USD এর মধ্যেই রাখুন ।
সব শেষ এ সেভ করুন ।
Your Profile is 53% Complete
মোটামুটি চলা যায় আর কি। যাই হোক ফ্রীলান্সার এর অ্যাকাউন্ট তো একটা ঠিক ভাবে খোলা হল ।
No comments:
Post a Comment