Welcome to OUSPER

Monday, May 16, 2011

লাদেনকে কেন এতকাল পরে হত্যা করা হল

লাদেনকে কেন এতকাল পরে হত্যা করা হল তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, এটা বিস্ময়কর ব্যাপার যে, বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ও অত্যাধুনিক অস্ত্র বা সাজ-সরঞ্জামে সজ্জিত মার্কিন গোয়েন্দা সংস্থা তার কথিত সবচেয়ে বিপজ্জনক শত্রুকে হত্যা করতে প্রায় দশ বছর সময় নিল। বিভিন্ন তথ্য-প্রমাণে দেখা গেছে, মার্কিন কমান্ডোরা বেশ কয়েক বার লাদেনকে হাতের নাগালে পেয়েও রহস্যজনকভাবে তার বিরুদ্ধে অভিযান চালায়নি। ওসামা বিন লাদেন মার্কিন স্বার্থ রক্ষার জন্যই রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং এমনকি মার্কিন সরকারের সাথে তার দ্বন্দ্বও মার্কিন স্বার্থের পক্ষেই ব্যবহৃত হয়েছে। ওসামা বিন লাদেন চিনেছে যুক্তরাষ্ট্র, যেমন শূকরে চেনে কচু। এখন মনে হচ্ছে লাদেনের লাশও হয়ত যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার স্বার্থ রক্ষায় ব্যবহৃত হবে।

যদিও এখন পর্যন্ত ২০০১ সালের ৯/১১ এর ঘটনার কোন প্রমাণই তারা উপস্থাপন করতে পারেনি তবুও শুধু মাত্র তার নামকে পুজি করেই আক্রমণ করা হল আফগানিস্তান, ধ্বংস করা হল ইরাক। হত্যা করা হল লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে। তাকে তারা শুধুমাত্র একটি 'গুটি' হিসেবে ব্যবহার করেছিল। 'গুটি' চেলেছিল তাদের স্বার্থ হাসিল করার জন্য। এরপর যখন প্রয়োজন ফুরালো তখন তারা তাকে হত্যা করল।

এটাই ইঙ্গ-মার্কিন কর্মদ্ধতি। অপরের যাত্রা ভঙ্গ করতে তারা নিজের নাক কাটতেও দ্বিধা করেনা। যার প্রমান পাওয়া গেছে ক্রুসেড থেকে শুরু করে ৯/১১ এর ঘটনা পর্যন্ত। বিন লাদেন কে হত্যার মাধ্যমে নিশ্চয় তারা কোন নতুন পরিকল্পনা গ্রহণ করেছে...


No comments:

Post a Comment